পাখি গায়
বৃষ্টি শেষেই চারদিকে আলোর যে ছটা,
শিমুলের ডালে বসেই আছে ঘুঘু ক’টা।
পাখি সব মনের সুখে কত যে গান গায়,
ডালে বসে গান গেয়ে শত আনন্দ পায়।
গাছে গাছে থোকায়ও ফুটে আছে ফুল,
পাখিরা আনন্দে মেতে তারা খাচ্ছে দুল।
কৃষ্ণচূড়া সোনালু কাঠগোলাপ জারুল,
গাছ বৃক্ষে উড়ছে কতই সুন্দর বুলবুল।
বনফুলের প্রকৃতিকে করছে মোহনীয়,
পাখিদের ও সমারোহ কতই শোভনীয়।
চাকচিক্যে সবুজ দিচ্ছে বসন্তের ছোঁয়া,
শীত গেছে কোথা নেই আগুনের ধোঁয়া।
কাঁধে নিয়ে ঘুরেই বেড়ায় সব মুড়ি মোয়া,
শিশুদের কাছে বিক্রির তারা করে দোয়া।