রথ মেলা
কয়েকজন বন্ধু মিলে ছোটবেলা
অনেক দূরেই ছিল একটি মেলা।
সেথায় জমে হরেক রকম খেলা
কাহারো ছিলনা কোন অবহেলা।
আরোও ছিল সেথায় বার্ষিক রথ
যার ছিল নির্দিষ্ট কত সুন্দর পথ।
বিকেল বেলা চলে সকল যুগপৎ
ওদের যেতে ছিলনা কোন দ্বিমত।
গল্প গুজবে ও খুশিতে তারা চলে
চলার পথে রসের যত কথা বলে।
পায়ে হেটে হেটেও যত লোক যায়
আনন্দ উল্লাস আরো শান্তি পায়।
দোকান থেকে কিছু কিনেও খায়
মনের আনন্দে কত গান যে গায়।
অনেক দুর্গম পথও অতিক্রম হয়
শিশুরা মেলাতে কত খেলনা লয়।
কেউ বাজার সদাই করতে থাকে
অনেকে যেন মেলা দেখে ফাঁকে।
গভীর রাত যখন হয়ে গেলো পরে
বাড়ীর দিকের রাস্তা সকলে ধরে।