সব পুড়ে ছাই !
খেলছিল বর্জ্য নিয়ে তিন বছরের এক মেয়ে
বস্তির পোড়া স্তূপের আগুনে সবই পুড়ে ছাই
হয়ে যাওয়ায় মাথার উপরে একটি পাঁচ হাত
নীল রংয়ের প্লাস্টিক দিয়ে ঐ তিন মেয়েসহ
আর্তনাদও করেন তাদের মা চতুর্দিকে চেয়ে !
নিজেকে সান্তনা দেওয়ার চেষ্টা করেন তিনি
মেয়েদেরও তাঁর কোলের মধ্যে নিয়ে স্তূপের
সেই বর্জ্যসহ অবুঝ শিশুটিকে খেলা করতে
দেখা যায় পোড়া বস্তিতে সরেজমিন ছিলেন
এমন চিত্রেরও ভুক্ত ভোগী মা ছিলেন যিনি !
পরিবার চালান নিজে রাজমিস্ত্রির কাজ করে
স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ বলে ঘরে তার তিন
মেয়ে বড় মেয়ে গৃহকর্মীর কাজ করলেও অন্য
দুই মেয়েই বাসায় থাকে স্বামী মাঝে মাঝে তো
দেখতে আসেন মহিলাটি পরিবারের হাল ধরে !
মহিলা গণমাধ্যমকে বলেন কত কষ্টে দিন যায়
অনেক দিন যাবৎ শতো পরিশ্রমের কাজ করে
তিন মেয়ে নিয়েই বস্তিতে জীবন যাপন করছি
প্রতি মাসে দুই হাজার টাকা ঘর ভাড়া দেই বড়
মেয়ের সোনার হার বানিয়ে মনেতে শান্তি পায় !
সোনার হার কানের দুল মা বানিয়ে রাখে ঘরে
এসব জেওরাত বড় মেয়ের জন্য তিনি বানিয়ে
নেন তার সঙ্গে ঘরে নগদ আঠার হাজার টাকা
ছাড়া আসবাবপত্র ত্রিশ হাজার টাকারও ছিল
কিছু উদ্ধার সম্ভব হয়নি যা আগুনে যায় পুড়ে !