প্রেমময় খোদা
সকাল থেকে বিকেল পর্যন্ত
নৌকা লঞ্চ জাহাজ স্টিমার
সাইকেল রিকশা গাড়ী আর
কত বাহনে যেখানে সেখানে
ভ্রমণ করে নাহি তার শুমার।
কেউতো যাত্রা করে উপার্জন
করার জন্যে আর পড়াশোনা
করতে মসজিদ মাদ্রাসা স্কুল
কলেজ বিশ্ববিদ্যালয়ে সবার
ধান্দায় যত করে আনাগোনা।
কতো যে উদ্দেশ্য নিয়ে যায়
ব্যবসায়ী যাহা ব্যবসায় পায়
আর চাকুরীজিবী যত আছে
বেতন লাভ করে থাকে যেন
সবাই তারা ভাল খাদ্য খায়।
দিন শেষ হলেই বাড়ি ফিরে
অবসন্ন হওয়ায় থাকে ঘরে
বাসা বাড়ির আরোও কাজ
সেরে সকলের সাথে খাবার
খেয়ে যা আরাম করে পরে।
সৃষ্টি কর্তা তো দয়ার ভাণ্ডার
কত প্রেমময় মোদের খোদা
বন্দেগী করে সন্তোষ্টির তরে
অনন্ত ও অসীম দয়ার গুনে
মুক্তি পাব মোরা সদা সর্বদা!