ভবঘুরে
মানুষের জীবন কতই যে কঠিন,
নিয়মের ই যদি না করে রুটিন।
বিচিত্র জীবনের ঘটনা যে কত,
প্রমাণ মিলবেই সকল শত শত।
সুখ আরাম উল্লাস ও আনন্দ,
কান্না বেদনা, দুঃখ নিরানন্দ।
কার ললাটে কখন কিযে ঘটে,
আল্লাহ তায়ালার হুকুমে বটে।
সমুদ্রের উত্তাল ঢেউ বয়ে যায়,
বহুলোক কূল কিনারা না পায়।
জীবন খরস্রোতা নদীর মতো,
গুরুত্ব সহ কাজে লাগায় কত।
পাখির ন্যায় কেউ বেড়ায় ঘুরে,
কর্মহীন ভবঘুরে যায় যে দূরে।
বর্তমান অতীত ভবিষ্যৎ কাল,
অনেকেই ধরে আনন্দের পাল।