দৌরাত্ম্য
কোনো অহংকার বা বড়াই করোনা ভাই
তোমার স্বাস্থ্য ধন জন সহায় সম্পদ সব
বর্তমানে হয়তোবা সুস্থ সুন্দর সবল আর
অঢেল পরিমাণে আছে কিন্তু কোন এক
সময়ে দেখা যাবে এর কিছুই বহাল নাই।
ধরার বুকে কত লোকের দৌরাত্ম্য ছিলো
যুগ ও যুগান্তরে সুঠাম দেহো টাকা পয়সা
বিত্ত ও বৈভব যার যতো কিছু পূর্বে ভোগ
বিলাসের অধিকারী সময়ের পরিবর্তনের
কারণে পর্যায়ক্রমে অনেকের চলে গেলো।
অনেকে বাপ দাদার ঐতিহ্য রেখেছে ধরে
নিয়ম তান্ত্রিকভাবে চলাচল সময়ের ঠিক
ব্যবহার তপস্যা সাধনায় কঠোর পরিশ্রমে
নিয়োজিত থাকার ফলে তাদের জীবনেও
যুগে যুগেই উন্নয়ন উন্নতি পুরোপুরি সারে।
অহমিকা দাম্ভিকতা এ সব এড়িয়ে গেলে
সদা সর্বদা মহৎ উদ্দেশ্য রেখে কাজ কর্ম
সুষ্ঠু আরো সুন্দরভাবে করে আল্লাহ পাক
এবং রাসুলুল্লাহ( সাঃ ) এর প্রদর্শিত পথে
চলে শেষে ইহ আর পরকালে শান্তি মিলে।