অবারিত ঠাঁই
এ জগতে সুখ-দুখ দুটি আছে ভাই
সুখ লাভের তরেই আনন্দ যে করে
উৎফুল্ল গর্ববোধও খাম খেয়ালীতে
অবারিত দু:খ যতো যায় তার ঠাঁই।
সুখী হতে চাই আমরা যদি তা হলে
কৃতজ্ঞতা অকৃতজ্ঞতার কথা ভুলে
যাওয়া ভালো দান করা উচিত দান
করার আনন্দেতে যা প্রশান্তি মিলে।
শতো কাছে কাছে দুঃখ তুমি থাকো
স্মৃতি বিজড়িত অনেক ঘনিষ্ঠ যেন
অলীক সুখের কতো অগনিত গ্লানি
আরো জ্বর তপ্ত কপালে হাত রাখো।
কেউই কখনো নিজের দুঃখের কথা
যথা তথায় ভূল করে হলেও তা বলে
অপবাদ উপহাস গ্রহণের পথে চলে
মিছা মিছি বাড়াতে নেই নিজ ব্যথা।