আত্ন সম্মান
পরিকল্পনায় বিশেষ ত্রুটির জন্য
পরিবেশের কত কিছু নষ্ট হওয়ায়
ঘুরছে চতুর্দিকের মানুষ হয়ে হন্য।
সর্বোপরি দায়ী আমাদের সভ্যতা
অসুন্দর অশালীন যত চলাফেরা
বন্ধ না করলে সৃষ্টি হয় অসভ্যতা।
অসচেতনতায় ডেকে আনে দূর্ভোগ
যেথায় উপযুক্ত দূরদর্শিতার অভাব
সেথায় ভোগ করে সবে কত দূর্গতি !
স্বার্থপরতা ভোগান্তির সকল দায়
জন হিতার্থে আত্নত্যাগ না করলে
মানব সমাজ সর্বত্র অশান্তি পায় !
অর্থ লিপ্সায় বিদ্বেষী ভাব ও গড়ে
যেথা প্রভাব প্রতিপত্তি লোপ পেয়ে
আত্ন সম্মানের অনেক ভাটা পড়ে।