আনন্দ উল্লাস!
সময় তার গতিতে বয়ে চলে যায়
কতো লোক খামখেয়ালী আরো
অবহেলাতে যতো মূল্যবান সময়
বিনষ্ট করেও দু:খ দুর্গতি পোহায়।
প্রতি মুহুর্ত সগতিতে অগ্রসর হয়
কখনো কারো কোনো অপেক্ষা না
করে মুহুর্ত গড়িয়ে ঘন্টা দিন রাত
সপ্তাহ মাস ও বছর পার হতে রয়।
কষ্ট সহিষ্ণু পরিশ্রমী রয়েছে যতো
তপস্যা সাধনার ফলে সারা জীবন
সুখ শান্তিতে ভোগে আনন্দ উল্লাস
আরো ফুর্তিতে সময় কাটায় ততো।
মহান আল্লাহ পাকের পবিত্র বাণী
তিনি বলেন মাঝে মধ্যে আমাদের
কোনো কিছু দিয়ে তখন পরীক্ষায়
ফেলবেন ইহা আমরা সবাই জানি!
ক্ষুধার জ্বালার যত কষ্ট যারা পায়
সম্পদ জীবন ফল- ফসল হারায়ে
এরপরেও ধৈর্য নিষ্ঠার সহিত চেষ্টা
করে যায় সুখবর রয় তাদের দায়!
দু:খ কষ্টের পরে সুখ সমৃদ্ধি আসে
কান্নার পর হাসি ভয়ের পর সান্ত্বনা
এবং উদ্বিগ্নতার পর প্রশান্তি আসে
এভাবে সবশেষে ভাগ্যে যায় মিশে !