নির্লজ্জ
নির্লজ্জ বেহায়া পনায়
ভরে গেছে মোদের দেশ
রূপসী আর সুন্দরীদের
আউলা ঝউলা কেশ!
হাট বাজার ছাড়া তাদেরে
যথায় তথায় দেখতে পাই
পর্দা পুশিদা ছেড়ে দিয়েছে
সম্মানে থাকার উপায় নাই !
শালীনতার সব হারিয়ে
আধুনিক হয়েছে যতো
সৃষ্টি কর্তার লানত কিন্তু
বহন করছে শতো শতো !
নশ্বর পৃথিবীর নারী পুরুষ
হর হামেসা করতেছে দোষ
ইহ পরোকালে শান্তি চাইলে
সবাই চলতে হবে করে হুশ!