বিকশিত
পিতৃহীন বা অভিভাবকহীন অসহায়
শিশুরাই মূলত অনাথ ইয়াতিম শিশু
জ্ঞানচক্ষু উন্মীলিত হওয়ার প্রাক্ষালে
যারা পিতৃ স্নেহো হতে বঞ্চিত হয়েছে
অন্যের আদর ও যত্নো তাদের সহায়।
অনাথ এতিমদের পুরো দায়িত্ব নিলে
আর পরিশেষে তাদের প্রতি উদারতা
দেখিয়ে আল্লাহর সন্তোষ্টি উপার্জনের
লক্ষ্যে দায়িত্ব পালন করে গেলে পরে
ইবাদতের মধ্যে শামিলের নেকি মিলে।
ইয়াতিম মিসকিনদের প্রসঙ্গেই মিলে
মহান আল্লাহর বাণী,” তুমি কি এমন
লোক চিন যে দ্বীনকে অস্বীকার করে?
ওদের প্রতি রুঢ় আচরণ করে তাড়ায়
খাবার প্রদানে নিরুৎসাহির মত চলে।
যথাযথ সম্মান স্নেহো ভালোবাসা দেই
অসহায় ইয়াতিমদেরকে তাদের প্রাপ্য
হক আদায় এবং প্রয়োজনীয় ব্যয়ভার
বহন দুঃখে-কষ্টে সহযোগিতার দু’ হাত
বাড়িয়ে সকলে আল্লাহর সন্তোষ্টি নেই!
পিতৃহীন বা অভিভাবকহীন অসহায়
শিশুরাই মূলত অনাথ ইয়াতিম শিশু
জ্ঞানচক্ষু উন্মীলিত হওয়ার প্রাক্ষালে
যারা পিতৃ স্নেহো হতে বঞ্চিত হয়েছে
অন্যের আদর ও যত্নো তাদের সহায়।
অনাথ এতিমদের পুরো দায়িত্ব নিলে
আর পরিশেষে তাদের প্রতি উদারতা
দেখিয়ে আল্লাহর সন্তোষ্টি উপার্জনের
লক্ষ্যে দায়িত্ব পালন করে গেলে পরে
ইবাদতের মধ্যে শামিলের নেকি মিলে।
ইয়াতিম মিসকিনদের প্রসঙ্গেই মিলে
মহান আল্লাহর বাণী,” তুমি কি এমন
লোক চিন যে দ্বীনকে অস্বীকার করে?
ওদের প্রতি রুঢ় আচরণ করে তাড়ায়
খাবার প্রদানে নিরুৎসাহির মত চলে।
যথাযথ সম্মান স্নেহো ভালোবাসা দেই
অসহায় ইয়াতিমদেরকে তাদের প্রাপ্য
হক আদায় এবং প্রয়োজনীয় ব্যয়ভার
বহন দুঃখে-কষ্টে সহযোগিতার দু’ হাত
বাড়িয়ে সকলে আল্লাহর সন্তোষ্টি নেই!
পিতৃহীন বা অভিভাবকহীন অসহায়
শিশুরাই মূলত অনাথ ইয়াতিম শিশু
জ্ঞানচক্ষু উন্মীলিত হওয়ার প্রাক্ষালে
যারা পিতৃ স্নেহো হতে বঞ্চিত হয়েছে
অন্যের আদর ও যত্নো তাদের সহায়।
অনাথ এতিমদের পুরো দায়িত্ব নিলে
আর পরিশেষে তাদের প্রতি উদারতা
দেখিয়ে আল্লাহর সন্তোষ্টি উপার্জনের
লক্ষ্যে দায়িত্ব পালন করে গেলে পরে
ইবাদতের মধ্যে শামিলের নেকি মিলে।
ইয়াতিম মিসকিনদের প্রসঙ্গেই মিলে
মহান আল্লাহর বাণী,” তুমি কি এমন
লোক চিন যে দ্বীনকে অস্বীকার করে?
ওদের প্রতি রুঢ় আচরণ করে তাড়ায়
খাবার প্রদানে নিরুৎসাহির মত চলে।
যথাযথ সম্মান স্নেহো ভালোবাসা দেই
অসহায় ইয়াতিমদেরকে তাদের প্রাপ্য
হক আদায় এবং প্রয়োজনীয় ব্যয়ভার
বহন দুঃখে-কষ্টে সহযোগিতার দু’ হাত
বাড়িয়ে সকলে আল্লাহর সন্তোষ্টি নেই!