তাদের কতো সুর
আজি হতে বছর আগে
শুরু হয় মোর কবিতা ও
Content লেখা খোদার
কৃপায় যত আছে ভাগে।
লিখেই যাচ্ছি অনবরত
শিশু কিশোর ছোট বড়
যুবক যুবতীদের প্রসঙ্গে
প্রতিদিন যতো অবিরত।
ভালো খারাপ আর মন্দ
সুন্দর ও অসুন্দর কত কি
অসংখ্য উদ্দেশ্যেই লিখে
থাকি আনন্দ বা নিরানন্দ।
বাটপার যত ধোকাবাজ
চিটার আরো ধান্দাবাজ
তারাও গড়ে যায় সমাজ
থাকে বড় সুর আওয়াজ।
নীরব সহজ আর সরল
কথা বার্তা চলাফেরাতে
করে তারাই নমনীয়ভাব
সহজে হয় না তো গরল।
গত সময়ে যা ছিলো সুখ
সকাল সন্ধ্যা দিন রজনী
আল্লার করুণায় কেটেছে
নাহি ছিল মনে কোন দু:খ !
আশরাফুল মাখলুকাত যত
আল্লাহ তায়ালার সন্তোষ্টির
লক্ষ্যে ইবাদত বন্দেগী করে
ইহ পরকালেই সুখী হব শত !