সততায় মুক্তি
নামাজের সময়ও পেরিয়ে যায়
বক্তৃতা করছেন হাজ্জাজ বিন
ইউসুফ শ্রোতাদের ও একজন
দাঁড়িয়ে বলে মহামান্য মহারাজ
এখন নামাজের সময় কাহারো
জন্য করে না সময় অপেক্ষা ইহা
শুনে হাজ্জাজের মনে কষ্ট পায়।
আরো নামাজ আদায়ে অবহেলা
ক্ষমা করবেন না আল্লাহ পাকও
ভরা সমাবেশে হাজ্জাজের মুখের
ওপর তাকে উপদেশ হাজ্জাজও
তাকে বন্দি করার আদেশ দিলেন
তার স্বজনরা হাজ্জাজের মিনতি
জানাল করে সঙ্গে ই মোকাবেলা।
মাথায় কিঞ্চিত দোষ আছে তাই
এমন বেয়াদবি করেছে হাজ্জাজ
তাদের জানালেন সে যদি আমার
সামনে নিজের পাগলামির কথা
স্বীকার করে তবেতো তাকে ছেড়ে
দেওয়া হবে স্বজনরা দৌড়ে গিয়ে
বলে মুক্তির প্রস্তাবে আসছি ভাই।
বন্দিকে প্রস্তাবের কথা জানালেন
লোকটিও শুনে বললো পারব না
আমি খোদা সম্পূর্ণ সুস্থ রেখেছেন
সুস্থতার নেয়ামতকেই মিথ্যা বলে
মুক্তি চাইনা বেচারার সত্যবাদের
খবর হাজ্জাজের কাছে পৌঁছালে
সত্যের মুগ্ধতায় মুক্ত করে দিলেন।